গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে পলাশবাড়ী থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ০২ কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা ও ১০ (দশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০৩ জন এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক পৃথক ৩টি অভিযানে ৫৮(আটান্ন) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ৩ জন গ্রেফতার
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে কে এম আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করাকালে গত ০৮/০৬/২০২৪ তারিখ ১২.৩০ ঘটিকার সময় বাদী এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, বিপি-৭২৯০০০৩০০০, পলাশবাড়ী থানা, গাইবান্ধা সঙ্গীয় ফোর্সের সহায়তায় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ ০১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি (বিএটি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে রংপুর টু ঢাকাগামী ÒTOYEZ” এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৩১ উক্ত বাসটি থামিয়ে চেকিং করাকালে উক্ত গাড়ীতে থাকা যাত্রী ধৃত আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (১৯), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, মাতা-মোছাঃ আরজিনা বেগম, সাং-লতাবর, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট, ২। মোঃ নয়ন মিয়া (১৯), পিতা-মোঃ আব্দুর রশিদ, মাতা-মোছাঃ নাজমা খাতুন, সাং-দক্ষিণ জাওরানী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটদ্বয় এর হেফাজত হইতে উদ্ধারকত ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা পাইয়া জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং দ্বিতীয় অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মোঃ মাহফুজ আলম, পলাশবাড়ী থানা, গাইবান্ধা সঙ্গীয় ফোর্সের সহায়তায় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ ০১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে ইং-০৮/০৬/২০২৪ তারিখ ১১.৪০ ঘটিকার সময় রংপুর টু ঢাকাগামী “রিজভী ট্রাভেলস” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৬৪৬১ উক্ত বাসটি থামিয়ে চেকিং করাকালে উক্ত বাসের যাত্রী ধৃত আসামী ১। মোঃ বাদশা মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুল হক, সাং-নয়াগাঁও (পূর্বপাড়া), থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ এর হেফাজত হইতে ১০ (দশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
অপরদিকে মোঃশামসুল আলম শাহ অফিসার ইনচার্জ,গোবিন্দগঞ্জ থানা এর সার্বিক তত্ত্বাবধানে গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করাকালে এসআই (নিঃ)/মোঃ মানিক রানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোবিন্দগঞ্জ থানার জিডি নং-৩২০, তারিখঃ ০৭/০৬/২০২৪ ইং মূলে গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বোয়ালিয়া মৌজাস্থ গাইবান্ধা মোড় ঢাকা রংপুর মহাসড়ক এর আন্ডার পাস এর পূর্ব পার্শ্বে চেকিং করাকালে ঠাকুরগাঁও হইতে ঢাকাগামী লাবিবা এন্টারপ্রাইজ পরিবহন যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৭৫৯৭ চেকিং করিয়া আসামী মোঃ আলম মিয়া কে ২২ (বাইশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
এসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোবিন্দগঞ্জ থানার জিডি নং-৩৩০, তারিখঃ ০৭/০৬/২০২৪ ইং মূলে গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বোয়ালিয়া মৌজাস্থ গাইবান্ধা মোড় ঢাকা রংপুর মহাসড়ক এর আন্ডার পাস এর পূর্ব পার্শ্বে চেকিং করাকালে লালমনিরহাট হইতে ঢাকাগামী হাজী ট্রাভেল্স পরিবহন যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১১-৮৭৫৭ চেকিং করিয়া আসামী মোছাঃ শিউলী বেগম @ সাথি কে ১৬ (ষোল) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
এসআই (নিঃ)/মোঃ মানিক রানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোবিন্দগঞ্জ থানার জিডি নং-৩২০, তারিখঃ ০৭/০৬/২০২৪ ইং মূলে গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বোয়ালিয়া মৌজাস্থ গাইবান্ধা মোড় ঢাকা রংপুর মহাসড়ক এর আন্ডার পাস এর পূর্ব পার্শ্বে চেকিং করাকালে লালমনিরহাট হইতে ঢাকাগামী হাজী ট্রাভেল্স পরিবহন যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১১-৮৭৫৭ চেকিং করিয়া আসামী মোছাঃ ইতি বেগম কে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।