ভিক্টর বিশ্বাস চিতা স্টাফ রিপোর্টার
গত ১৮/০২/২৩ তারিখে মুঞ্জকে নিসংস্ব ভাবে হত্যা করে একই এলাকার মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী দল আসামি ১, মো :তারেক পিতা রফিক মালিথা।২,মো: সেন্টু পিতা, আরজেদ আলী।৩,মো:হেলাল পিতা, লওয়াব মালিথা। ৪,মো:ছান্ট পিতা, মৃত আজিজুল হক, ৫,মো: রাকিব পিতা, জাহাঙ্গীর মালিথা,৬,মো: জুয়েল, পিতা,ছমেদ মালিথা সহ তাদের সাংগো পাংগো নিয়ে মুঞ্জর উপর আক্রমণ চালায় এবং মুঞ্জর উপর বোমা নিক্ষেপ করে জখম করে তাকে ক্ষত বিক্ষত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন, এই মর্মে মৃত মুঞ্জর ছোট ভাই আসাদুল হক দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দৌ:জেআর ৯৫/২৩নং মামলায় বিজ্ঞ আদালত আসামিদের জেল হাজতে পেরন করেন। আসামি পক্ষ হাইকোর্ট করে জামিনে বাইরে এসে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিতে থাকে ও দল বল নিয়ে বাড়ি ঘর ভাংচুর করে এবং তারা প্রতিনিহত মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এরই মধ্যে বাদি পক্ষকে ঘর বাড়ি ছাড়া করেছে, এবং মামলা তুলে নিতে রাজি না হওয়ায় মুঞ্জর বাড়ির ওপর এসে অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পরিবারের ওপর নিশংস ভাবে হামলা করে ঘর বাড়ি ভেঙ্গে দিয়ে যায় এবং ৩ দিনের মধ্যে মামলা না তুলে নিলে মুঞ্জর মতো করেই হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়। এমতাবস্থায় থানায় অভিযোগ করছেন তারা,তবুও তাদের বাড়ির মহিলা মানুষ প্রর্যন্ত বাইরে আসতে পারছেন না,আসামিদের অস্ত্রের মুখে জনজীবন আতঙ্কিত, সাধারণত জনগন সুষ্ঠু বিচার দাবি করেন এবং মঞ্জু হত্যার সঠিক বিচার চান ও তাদের ফাঁসির দাবি জানান এলাকাবাসী।