মোঃ বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০বোতল ফেনসিডিলসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়াএলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গাড়ামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোরশেদ খন্দকার (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে মো. আমির হোসেন (৩০)। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল সকাল ১০টায় উপজেলার কাংশা ইউনিয়ন বাঁকাকুড়া এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি ইজিবাইককে আটক করে তল্লাশি চালায়। এসময় ইজিবাইকের পেছনের অংশে লুকানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ইজিবাইক চালকসহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ফেনসিডিলের এই চালানটি ভারত থেকে চোরাই পথে এনে রাজধানীতে সরবরাহ করার পরিকল্পনা করছিল তারা । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত