মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস আভিযানিক টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট পরিচালনা করে জলঢাকা থানাধীন ৩ নং বালাগ্রাম ইউনিয়নের বালাগ্রাম মৌজাস্থ ৪ নং ওয়ার্ডের জনৈক রাবেয়া বেওয়া এর বসতবাড়ি সংলগ্ন বালাগ্রাম হতে জলঢাকা গামী পাকা রাস্তার উপর ইং ০৩/০৬/২০২৪ তারিখ ভোর ০৫.৪৫ মিনিটে আসামী ১।মোঃ সাফিন ইসলাম (২৮) পিতা মোঃ আনিছুর গ্রাম- উত্তর ঝুনাগাছ চাপানি আসামী ২। মোঃজহিরুল ইসলাম(৪৫) পিতা মৃত- ওসমান গনি উভয়ের গ্রাম- উত্তর ঝুনাগাছ চাপানী, থানা ডিমলা, জেলা- নীলফামারীদ্বয়ের হেফাজত হতে ০১(একটি) সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর ০৩ (তিনটি) পোটলা গিয়া রঙের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো লাল রঙের প্লাস্টিকের শুতলি দ্বারা পেঁচানো ০৫ কেজি গাঁজা মোটরসাইকেলে বহন করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় । উক্ত মাদকদ্রব্যের মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয় । ধৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-০৫, তারিখ -০৩/৬/২৪, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(খ)/৪১ রুজু করা হয়।