র্যাব ১৩ র অভিযান: লালমনিরহাটের হাতীবান্ধায় ৩৫৭ বোতল ফেন্সিডিল পাচারকালে ০২ (দুই) কুখ্যাত মাদক কারবারী আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৩/০৬/২০২৪ খ্রিঃ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সরকারি গাড়ী যোগে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন দইখাওয়া বাজার এলাকায় টহল ডিউটি, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৩/০৬/২০২৪ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় গোপন সংবাদের মাধ্যমে জানিতে পারা যায়, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সাকিনস্থ জহির মোড় গেন্দুকুড়ি টু হাতিবান্ধা রাস্তার জনৈক জহির এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর দুইজন লোক নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করিতেছে।
অতঃপর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ০৩/০৬/২০২৪ তারিখ রাত ০১.৪০ ঘটিকায় উল্লিখিত স্থানের উদ্দেশ্যে রওনা হইয়া রাত ০২.০০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহাতায় ৩৫৭ (তিনশত সাতান্ন) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক কারবারী ১। মোঃ সোহাগ বাবু (২৮), পিতা-মোঃ আতাউর রহমান মিন্টু, সাং-গেন্দুকুড়ি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট, ২। মোঃ রাজু আহম্মেদ (৩৫), পিতা-মোঃ আবদার রহমান, সাং-গেন্দুকুড়ি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটদ্বয়কে আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয়কে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত