জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০১ টি সফল অভিযানে
২২ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ গ্রেফতার-০১
অভিযান-০১
(০২ জুন ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/হরষিত রায়, এসআই (নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব এএসআই(নিঃ)/মোঃ মোজাম্মেল হোসেন, এএসআই(নিঃ)/মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় যশোর শার্শা থানাধীন পাড়ের কায়বা সাকিনস্থ মোঃ ফিরোজ, পিতা-মৃত খালেক এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ জব্বার হোসেন(২৭), পিতা-মোঃ মোশারফ হোসেন, মাতা-রাশেদা খাতুন, সাং-পাড়ের কায়বা, থানা-শার্শা, জেলা-যশোরকে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৪০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) হরষিত রায় বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(০২ জুন ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/বিপ্লব সরকার, সঙ্গীয় এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান এএসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২২.৩০ ঘটিকার সময় যশোর চৌগাছা থানাধীন ১১নং সুখপুকুরিয়া ইউনিয়নের সুখপুকুরিয়া গ্রামস্থ পলাতক আসামী মেঃ শমশের আলী(২৮) এর বসতবাড়ির উঠান হইতে আসামী ১। মোঃ সোহরাব হোসেন (৩৮), পিতা- মোঃ হাতেম আলী, সাং- সুখপুকুরিয়া (পূর্বপাড়া), থানা- চৌগাছা, জেলা- যশোর কে ২২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৬৬,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত