কক্সবাজারের সদর থানাধীন কবিতা চত্তরের হুদা কবিতা মঞ্চের পেছনে ঝাউ বাগানের ভিতরে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ০৫ সদস্য র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার; দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র উদ্ধার
১। র্যাব-১৫ দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বাধীন কক্সবাজার জেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই এর সাথে জড়িত চক্রগুলোকে আইনের আওতায় নিয়ে আসাসহ পর্যটন নগরীতে আগত দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান করতে সার্বক্ষনিকভাবে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারী অব্যাহত রয়েছে।
২। এরই ধারাবাহিকতায় গত ০২ জুন ২০২৪ তারিখ র্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ কবিতা চত্বরের হুদা কবিতা মঞ্চের পিছনে ঝাউ বাগানের ভিতরে একটি ডাকাত দল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি ৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ডাকাত চক্রের হেফাজত হতে সর্বমোট ০২টি ধামা (কাটারি), ০১টি সেলাই রেঞ্জ, ০১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ০১টি বড় ছুরি, ০১টি ১৫০ সিসি নম্বরবিহীন ফেজার মোটর সাইকেল, ০১টি ১৫৪ সিসি সুজুকি মোটর সাইকের (যার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ল-১৫৭০১৮) উদ্ধার করা হয়।
৩। গ্রেফতারকৃত ডাকাত চক্রটির বিস্তারিত পরিচয় :
(১) মোঃ ফেরদৌস (৩৯), পিতা-মৃত ইদ্রিস, মাতা-জুলেখা বেগম, সাং-হাজী পাড়া, ০২নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
(২) মিজানুর রহমান (৩৪), পিতা-মৃত শামসুল আলম, মাতা-খতিজা বেগম, সাং-কলাতলী আদর্শ গ্রাম, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার ।
(৩) মোঃ ইসমাইল প্রকাশ শতাব্দী (২৪), পিতা-মোঃ আজিজ, মাতা-পারভিন আক্তার, সাং-মধ্যম নতুন বাহার ছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
(৪) মোঃ সোলাইমান বাচ্চু (৩১), পিতা-মৃত আবুল কালাম, মাতা-রোকেয়া বেগম, সাং-দক্ষিণ ঘোনার পাড়া, ০৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
(৫) মোঃ ফয়সাল (২১), পিতা-আব্দুর রহিম, মাতা-ফাতেমা বেগম, সাং-লাইট হাউজ, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি একত্রে সমবেত হয়ে পরস্পর জ্ঞাতসারে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উক্ত স্থানে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। এছাড়াও ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাই এর মত নানাবিধ অপরাধের সাথে জড়িত ছিল।
৫। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।
----ধন্যবাদ-----
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত