ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
বিকাল অনুমান ০৪.১৫ ঘটিকার সময় ডিউটি শেষে মোছাঃ রিপা খাতুন(২৭), পিতা-মোঃ আব্দুস সালাম, মাতা-মোছাঃ ফিরোজা বেগম, সাং-সুখপুকুরিয়া, থানা-চৌগাছা, জেলা-যশোর তার ভাড়া বাসার সামনে পৌছালে ৩ জন ব্যক্তি বাদীনির সামনে দাড়ায় এবং বলে যে, তাহাদের কাছে কিছু ঔষধ আছে যা তারা বিক্রয় করতে চায়। বাদীনি ঔষধ নিতে রাজি হয় না পরবর্তীতে তারা অনেক জোরাজরি করে বাদীনিকে ঔষধ নিতে রাজি করায় এবং বাদীনির বাসার সামনে গিয়ে বাদীনির হাতে একটা ছোট পটলা দেয়। পরে তারা বাদীনির দিকে লক্ষ্য করে স্প্রে করলে বাদীনি অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তারা বাদীনির সাথে গলায় থাকা ০১টি স্বর্ণের চেইন ওজন অনুমান-১০ আনা, কানে থাকা ০১ জোড়া স্বর্ণের কানের দুল ওজন অনুমান-৬ আনা, হাতে থাকা ০১টি স্বর্ণের আংটি ওজন অনুমান ৬ আনা এবং বাদীনির হাত ব্যাগের মধ্যে রক্ষিত (বেতন ও বোনাসের উত্তোলনকৃত টাকাসহ) নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা, ০১ জোড়া স্বর্ণের কানের দুল ওজন অনুমান ৬ আনা, ০১টি Oppo মোবাইল যাহার আইএমইআই নং-যথাক্রমে (১) ৮৬০১৭৮০৫২০৬৮৬৫০, (২) ৮৬০১৭৮০৫২০৬৮৬৪৩, ভোটার আইডিকার্ডসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাগটি নিয়ে চলে যায়| এই ঘটনা সংক্রান্তে মোছাঃ রিপা খাতুন(২৭) বাদী হয়ে এজাহার দিলে যশোর, কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৬ তারিখ-৩১/০৬/২০২৪ ধারা-৩২৮/৪২০/৩৭৯ পেনাল কোড।
এ সংক্রান্তে জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার করার জন্য মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পন করতঃ কঠোর নির্দেশ প্রদান করেন।
গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ
পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় জনাব রুপন কুমার সরকার, অফিসার ইন-চার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শামীম হোসেন, এসআই/শফি আহম্মেদ রিয়েল, কং/ আঃ বাতেন, কং/ নাজমুল খান, কং/ মিটুল, কং/ ইসমাইলসহ একটি চৌকস টিম অত্র মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুত্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করে যশোর ও নারায়ণগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত 0৩ জন আসামীকে গত ইং 01/06/2024 তারিখ যশোর থেকে গ্রেফতার করে তাদের হেফাজত থেখে ঘটনায় চুরি করা 01টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক নারায়নগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় চুরি করা 1 ভরি 12 আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১) মাসুদ রানা(২৮), পিতা-মোঃ কামাল হোসাইন, মাতা-রোকেয়া বেগম, সাং-চনপাড়া পূনর্বাসনকেন্দ্র ৮নং ওয়ার্ড, (ভাসমান),
২) মোঃ রাকিব(২৪), পিতা-মোঃ খোকন, মাতা-লাভলী, সাং-চনপাড়া পূনর্বাসনকেন্দ্র ৯নং ওয়ার্ড (ভাসমান),
৩) মোঃ জাকির হোসেন(৩৫), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-সেতারা বেগম, সাং-চনপাড়া পূনর্বাসনকেন্দ্র ১নং ওয়ার্ড (ভাসমান), সকলে থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।
**উদ্ধারকৃত আলামত এর বিবরণঃ-(ক) 01টি OPPO মোবাইল।
(খ) 01টি স্বর্ণের চেইন।
(গ) 02(দুই) জোড়া স্বর্ণের কানের দুল
(ঘ) 01টি স্বর্ণের আংটি।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর