উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, ০১/০৬/২০২৪খ্রিঃ অনুমান বিকাল ১৭.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগানে তির শিলং জুয়া খেলা অবস্থায় মিলন মিয়ার বাড়ির উঠানে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা ১। মোঃ শাখাওয়াত হোসেন রনি(৪০), পিতা- মৃত মোঃ আঃ বারিক, সাং- বালুচর ঝুনাকি/১২, থানা-এয়ারপোর্ট জেলা-সিলেট, ২। আঃ জব্বার (৬২),পিতা- মৃতঃ-ধন মিয়া,সাং- আমপাড়া,থানা- সুনামগঞ্জ সদর,জেলা- সুনামগঞ্জ, ৩। স্বপন চন্দ্র (২০), পিতাঃ ময়না চন্দ্র, সাং-তিলক, থানা- জগন্নাতপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- বসুন্ধরা ৫ , রায়নগর ,থানা-কোতোয়ালী, জেলা- সিলেট, ৪। মোঃ তৌফিক মিয়া(৪৫), পিতা- মোঃ শুক্কর আলী, সাং- ভরইঙ্গা, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- পশ্চিম পীর মহল্লা, থানা-এয়ারপোট, জেলা- সিলেট, ৫। মোঃ সুরুজ হোসেন (৪৩), পিতা- মৃত -মোঃ শফিউর হোসেন, সাং- সুনরায়, থানা- ডুমার, জেলা- নিলফামারী, বর্তমানে- ০২ নং মসজিদ বালুচর, থানাঃ এয়ারপোর্ট, জেলা- সিলেট, ৬। ময়নুল হক (২৮), পিতা- মৃত মোঃ শফিক মিয়া, সাং-সোনারপাড়া,লামাপাড়া, থানা- শাহপরান (রহঃ), জেলা-সিলেট, বর্তমানে, বাদামতলী বালুচর, থানা-এয়ারপোর্ট, জেলা- সিলেট ,৭।জালাল মিয়া (২৮),পিতা-হাফিজুল,সাং-–বালুচর ২ নং মসজিদ আনোয়ার মিয়ার গেরেজ,থানা- শাহপরান (রহঃ),জেলা-সিলেট ৮।মোঃ খোকন মিয়া(৫১),পিতা- মৃতঃ আব্দুল কাদির,সাং- সাকুয়া,থানা-করিমগঞ্জ,জেলা- কিশোরগঞ্জ,বর্তমানে- জোঁনাকী বালুচর,থানা-এয়ারপোর্ট জেলা-সিলেট ৯।মোঃ আল আমিন (৩১), পিতাঃ মোঃ রুসমত আলী, সাং-বড়বাস,থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-জামতলা সোহানের গেরেজ বালুচর,থানা-শাহপরান (রহঃ),জেলা-সিলেট , ১০।মোঃ সেলিম আহমদ (২৭),পিতা-মোঃ নূর ইসলাম,সাং-সুনাঅপুর,থানা-জগন্নাতপুর,জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- নাসিরের গেরেজ জামতলা বালুচর,থানা-শাহপরান (রহঃ),জেলা-সিলেট,১১। রাহাত আহমদ (২০),পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-জোনাকী ৩৭ বালুচর ,থানা- শাহপরান (রহঃ),জেলা- সিলেট,১২। সোহাগ হোসেন মনা(১৮), পিতাঃ সাইদুর রহমান, সাং- জোনাকী উত্তর বালুচর,থানা-শাহপরান (রহঃ),জেলা- সিলেট,১৩। বাদশা মিয়া (৬৫),পিতাঃ মৃত- আব্দুল হাসিম ,সাং-চরগা্ও বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ,বর্তমানে-হাজারীবাগ,থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেটদের গ্রেফতার করে এয়ারপোট থানায় নন এফআইআর প্রক্রিয়াধীন ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত