রংপুর-বগুড়া, পঞ্চগড়- দেবিগঞ্জ, সৈয়দপুর- দিনাজপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন থেকে চাঁদাবাজি চক্রের ১৪ জন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১৩।
১। মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে গত ৩১ মে ২০২৪ তারিখ অনুমান ২২.১০ ঘটিকায় রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মডার্ণ মোড় এলাকা থেকে তিনজন চাঁদাবাজ ১। শ্রী আশিষ কুমার চক্রবর্তী(৪৫), পিতা-শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী, সাং-দক্ষিণ গুপ্ত পাড়া, থানা-রংপুর সদর, ২। মোঃ বাবর আলী (৪০), পিতা-মৃত শান্নান আলী, সাং-ঘাঘট পাড়া, থানা-তাজহাট এবং ৩। মোঃ ইউনুছ আনছারী বিপুল (৪৫), পিতা-মৃত আলহাজ্জ্ব আঃ ওহাব আনছারী, সাং-বড় রংপুর, থানা-তাজহাট সর্বজেলা-রংপুরদের গ্রেফতার করে র্যাব-১৩, সিপিএসসি
২। অপর এক অভিযানে র্যাব-১৩, সিপিসি-২, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন দেবীগঞ্জ পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ ব্রীজপাড়া গ্রামস্থ ব্রীজের পূর্ব পাশে অদ্য ৩১ মে ২০২৪ খ্রিঃ ১৮.১০ ঘটিকায় পণ্যবাহী পরিবহন হতে চাঁদা আদায়কালে, চাঁদাবাজ দলের নেতা ০১। মোঃ মুক্তার হোসেন (৪০), পিতা-মৃত ওয়াজেদ আলী, সাং-সোনাপাতা, ২। মোঃ সোহাগ আলী (৩৪), পিতা- মোঃ হোসেন আলী, সাং-কলেজ পাড়া, ৩। মোঃ ইসমাইল (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- নতুন বন্দর, ৪। মোঃ হাসিবুল (১৯), পিতা- মোঃ জহিরুল, সাং-সোনাপাতা, ৫। মোঃ শামীম হোসেন, পিতা-মোঃ মানিক, সাং-সোনাপতা কামারপাড়া, এবং ৬। মোঃ মাজেদুর রহমান (২০), পিতা-আবু নাসের, সাং-বারঘড়িয়া পাড়া, উভয় থানা-দেবীগঞ্জ , জেলা-পঞ্চগড় দের গ্রেফতার করতে সক্ষম হয়। একই দিনে পৃথক অভিযানে ১৯১০ ঘটিকায় নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন শুটকির মোড় এলাকায় সৈয়দপুর টু দিনাজপুর গামী মহাসড়কে পণ্যবাহী পরিবহন হতে চাঁদা আদায়কালে চাঁদাবাজ দলের মূলহোতা ১। মোঃ ছাবেদ আলী (৩৫), পিতা-মোঃ মুনছুর আলী, সাং-পশ্চিম কুচিয়া মোড় দুলাপাড়া) থানা- নীলফামারী, ২। মোঃ আলমগীর হোসেন (৪৪) পিতা-মোঃ নূরুল হক, সাং-নিয়ামতপুর জুম্মাপাড়া, থানা-সৈয়দপুর, ৩। মোঃ আসাদুর রহমান, (৪০), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-নিয়ামতপুর বাস স্ট্যান্ড, থানা-সৈয়দপুর, ৪। মোঃ ময়নুল ইসলাম (৫২), পিতা-মৃত বুদারু মাহমুদ, সাং-কিশামত (কামারপাড়া), থানা-সৈয়দপুর, ৫। মোঃ ওয়াহেদ আলী (৫৫) পিতা-মৃত অছিমুদ্দিন, সাং-পশ্চিম কুচিয়ামোড় (পাঠানপাড়া), সর্ব জেলা-নীলফামারী দের গ্রেফতার করতে সক্ষম হয়।
মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি কঠোর হস্তে দমন করবে র্যাব-১৩
ধৃত চাঁদাবাজিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত