র্যাব-১৩ এর মোবাইল কোর্টে ০২ জন ভেজাল খাদ্য-পানীয় উৎপাদনকারীকে ০১ বছরের কারাদন্ড প্রদান এবং বিপুল পরিমাণে শিশু খাদ্য জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, ভেজাল ও মানহীন খাদ্যপণ্য এর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ মে ২০২৪ ইং তারিখ ১৫.০০ ঘটিকা হতে ১৯.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১৩ এর আভিযানিক দল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর সমন্বয়ে মহানগরীর তাজহাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে ভেজাল শিশু খাদ্য সামগ্রী তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক অবৈধ ভেজাল খাদ্য উৎপাদনকারী ১। মোঃ আব্দুর রহিম, পিতা-মোঃ কাউছার আলম, সাং-জেবিসেন রোড, থানা-মাহিগঞ্জ, জেলা-রংপুর এবং ২। মোঃ শামছুল হক, পিতা-আব্দুল হক, সাং-মোল্লা পাড়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রামদ্বয়’কে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভেজাল ও অস্বাস্থ্যকর ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত শিশু খাদ্য সামগ্রী, জুস আইসক্রিম ইত্যাদি ধ্বংস করা হয়।
কারাদন্ডে দন্ডিত আসামীদ্বয়’কে রংপুর জেলা করাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত