র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী গ্রেফতার।
গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন আগগড়গড়িয়া গ্রামের শামছুল আলম (৪৫) এই মর্মে গাইবান্ধা সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, তার সাথে আসামী জলিল এর জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে কথার কাটাকাটি হয়। ঐ সূত্র ধরে এজাহারনামীয় ৫ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী লাঠিশোঠা, লোহার রড, ধারালো ছোরা নিয়ে তার বসতবাড়ীতে উপস্থিত হয়ে তাকে এলোপাথারি মারপিট করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। যার প্রেক্ষিতে সাঘাটা থানায় মামলা নং ৪, তারিখ ১৩/০৪/২৪ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয় এবং ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ১৩/০৪/২৪ ইং তারিখ মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উল্লেখিত মামলায় ৩০২ ধারা সংযোজন করা হয়। আসামীদের দ্রুত গ্রেফতার করতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৯ মে ২০২৪ ইং তারিখ ২২৩০ ঘটিকায় র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-০৮, সদর কোম্পানী, বরিশাল এর যৌথ অভিযানে বরিশাল জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২নং আসামী মোঃ আলমগীর (২২), পিতা- মোঃ জলিল, সাং- আগগড়গড়িয়া, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত