মাদক বিরোধী অভিযানে ৮৪২ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বিশাল চালানসহ ০৩ (তিন) জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন শেখমারী ইউনিয়নের অন্তর্গত মনিগঞ্জ গ্রামস্থ ধৃত আসামী মোঃ জিয়ারুল হক এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী আধা পাঁকা বসত ঘরের ভেতর অদ্য ৩০ মে ২০২৪ খ্রিঃ সকাল ০৬.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ৮৪২ (আটশত বিয়াল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ হাসানুর রহমান (২১), পিতা-মফেল উদ্দিন, ২। মোঃ জিয়ারুল হক (৩৩), পিতা-মফেল উদ্দিন, উভয় সাং-মনিগঞ্জ, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী, ৩। মোঃ আব্দুল মালেক (২০), পিতা-মোঃ ছবিদুল ইসলাম, সাং-শৈলমারী, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী দের গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামীগণ জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে নীলফামারী জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে নীলফামারী জেলার জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু পূর্বক আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত