র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল অভিযান পরিচালনা করে বরিশাল মহানগরীর কোতয়ালী ধানাধীন এলাকা হতে প্রতারনাচক্রের মূলহোতা ০১ জন আসামী গ্রেফতার।
র্যাব—৮, বরিশাল, সদর কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল অদ্য বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণাচক্রের মূলহোতা মোঃ মাহির (২০), পিতা- বাবুল খলিফা, মাতা- রহিমা বেগম, সাং- বাদলা, থানা- বিমানবন্দর, জেলা- বরিশাল’কে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ স্বল্প মূল্যে জাল টাকা সরবরাহ করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের নিজস্ব সোর্স ব্যবহার করে আসামীর কাছে জাল টাকা কিনতে চাইলে আসামী পাঁচ লক্ষ টাকার জাল নোট মাত্র ৪০,০০০/- টাকায় সরবরাহ করবে বলে জানায়।
পরবর্তীতে, বরিশালের নথুল্লাবাদ এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে জাল টাকা বলে বিক্রির উদ্দেশ্যে প্রতারণা করার জন্য মোড়কীকরন বিভিন্ন প্রকারের বই, একটি সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের রিসিট এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল’সহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামী স্বীকার করে যে, তার নেতৃত্বে ইন্টারনেট থেকে সংগৃহীত জাল টাকার ছবি ও ভিডিও দেখিয়ে প্রলুব্ধ করে অনলাইনসহ বিভিন্নভাবে ক্রেতা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে থাকে।
পরবর্তীতে, উল্লেখিত আটককৃত ব্যাক্তিকে বরিশাল জেলার বিমানবন্দর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত