র্যাব-৮, সিপিএসসি, বরিশাল অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন এলাকা হতে এজাহার নামীয় ০১ নং ও প্রধান অপহরণকারী ০১ জন আসামী গ্রেফতার এবং অপহরণকৃত ০১ জন ভিকটিম মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার।
র্যাব-৮, সিপিএসসি, বরিশাল একটি বিশেষ আভিযানিক দল ৩০ মে ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ০১:৫০ ঘটিকার সময় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন পৌরসভাস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার মিরপুর থানার অপহরণ মামলার এজাহার নামীয় ০১ নং ও প্রধান অপহরণকারী আসামী মোঃ রাব্বী ইসলাম জনি (২০), পিতা- মোঃ লিটন, সাং-বহেরাতলা, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর’কে আটক করা হয় এবং অপহরনকৃত ভিকটিম তাসনিয়া জাহান আনাম (১৭)’কে উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গত ২৪/০৫/২০২৪ ইং তারিখ অনুমান ১৯০০ ঘটিকার সময় ভিকটিম তাসনিয়া জাহান আনাম (১৭)ফুসকা খাওয়ার জন্য ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন হাবুলের পুকুরপাড়া, আহম্মদনগর এলাকায় ইচিবান প্যালেসের সামনে গেলে গ্রেফতারকৃত আসামী আনুমানিক ১৯১০ ঘটিকার সময় ফুসলাইয়া মিথ্যা প্রলোভন দেখিয়ে সিএনজি গাড়ীতে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে, ভিকটিমের আত্মীয় স্বজনরা অনেক খোজাখুজির পরও কোন সন্ধান করতে পারেননি। উল্লিখিত ঘটনায়, ভিকটিমের মা মিসেস ইলোরা আমিন (৪৬) বাদী হয়ে ঢাকা মহানগরের কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করে যার মামলা নং ৫৪, তারিখ-২৯/০৫/২০২৪ ইং, নারী শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধিত ২০২০), ধারা-৭ ।
উল্লেখিত গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে ডিএমপি, ঢাকার মিরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত