র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-৪, সিপিসি-২, নবীনগর এর যৌথ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় র্যাব-১২, সদর কোম্পানি এবং র্যাব-৪, সিপিসি-২, নবীনগর এর যৌথ অভিযানিক দল গত ২৮/০৫/২০২৪ তারিখ ২২.১০ ঘটিকার সময় ‘‘ঢাকা জেলার সাভার মডেল থানাধীন হেমায়েতপুর শ্যামপুর বাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার সদর থানার মামলা নং-৬৪/২৭১, তারিখ ২৩ এপ্রিল ২০২৪ খ্রি. ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; অপহরণ ও সহায়তা করার অপরাধ মূলে অপহৃত ভিকটিম এস এম সুমাইয়া (১৪), পিতা-মোঃ শাহীন, সাং-নওগাঁ, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ’কে উদ্ধার পূর্বক উক্ত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ রক্তিম (১৯), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-পংরৌহালী, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সুস্থ অবস্থায় অফিসার ইনচার্জ সদর থানা, সিরাজগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এ ধরণের চাঞ্চল্যকর অপহরণ মামলার অপহৃত ভিকটিম উদ্ধার ও পলাতক আসামি গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরণের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।