র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, মানব পাচারকারীসহ ধর্ষণ ও হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
উল্লেখ্য যে, এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম গত ইং ১৮/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় অভিমান করে নিজ বাড়ি হতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে। ঢাকা যাওয়ার পরে ভিকটিম নিজের ভুল বুঝতে পেরে পুনরায় বাড়ি ফেরার জন্য ঐ বাসে বসে থাকে এবং মামলার ২নং আসামী মোঃ ফরিদুল (২৮) এর সাথে ভিকটিমের পরিচয় হয়। ইং ১৮/০৫/২০২৪ তারিখ রাত্রী ১১.০০ ঘটিকার সময় বনপাড়া বাইপাসে উক্ত বাস থেকে ভিকটিমকে নামিয়ে ২নং আসামী বড়াইগ্রাম থানাধীন খোর্দ্দকাছুটিয়া মৌজাস্থ জনৈক মোঃ বাবুল মোল্লা, পিতা- মোঃ ইউসুফ মোল্লা এর ভুট্টাক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় মামলার প্রধান আসামী মোঃ নয়ন (২৮), পিতা-মোঃ রায়হান, সাং-খোর্দ্দকাছুটিয়া, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোরসহ অন্যান্য সহযোগী আসামীগণ জোর পূর্বক ভিকটিমকে ধর্ষণ করে ভূট্টাক্ষেতে ফেলে রেখে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে গণধর্ষণ মামলা দায়ের করে।
উক্ত মামলা রুজুর পর থেকেই ধৃত আসামীগণ আত্তগোপনে চলে যায়। মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর, র্যাব-৫ বরাবর অজিযাজন পত্র প্রদান করেন। তার প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। র্যাব-৫, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামীর অবস্থান সনাক্ত পূর্বক জানতে পারে যে, এজাহার নামীয় প্রধান পলাতক আসামী মোঃ নয়ন (২৮), নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন খোর্দ্দকাছুটিয়া গ্রামস্থ খেজুরতলা মোড়ে জনৈক মোঃ জিয়াউর রহমান এর মুদি দোকানের সামনে অবস্থান করছে।
তার প্রেক্ষিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী অভিযান পরিচালনা করে ইং নাটোর জেলার বড়াইগ্রাম থানার মামলা নং-২৮, তারিখ-১৯/০৫/২০২৪, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং ২০০৩) এর ৯(৩); জিআর-১৯৯/২৪ এর গণধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান পলাতক আসামী মোঃ নয়ন (২৮), পিতা-মোঃ রায়হান, সাং-খোর্দ্দকাছুটিয়া, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর’কে উক্ত স্থান হতে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।