র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে,প্রসেস নং-১৩/২৪, তারিখ-১৬/০৫/২০২৪ খ্রিঃ এবং সিআর মামলা নং-১৩৪ সি/২৩ (গোম), এন আই এ্যাক্টে এর ৩৮ ধারা এর সাজা ওয়ারেন্টভুক্ত ০১ বছরের কারাদন্ড ও ৫০ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ মনসুর রকীব (৪৬), প্রোঃ মেসার্স মৌ ট্রেডার্স, পিতা- মোঃ হেলাল উদ্দিন, সাং ও পো:- আলিনগর, থানা- গোমন্তাপুর, জেলা- চাপাইনবাবগঞ্জ ’কে গ্রেফতার করে। গ্রেফতারী পরোয়ানা ইস্যুর পর হইতে দীর্ঘদিন যাবৎ রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকায় আত্মগোপন করে ছিল ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীকে উক্ত পরোয়ানা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করলে, সে সত্যতা স্বীকার করে। আসামীকে চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার জিডি নং- ১০২২, হস্তান্তর করা হয়েছে ।