র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ১২নং গোমানীগঞ্জ ইউপি অন্তর্গত কুড়ি পাইকা এলাকায় অবৈধ মাদকদ্রব্য Tapentadol Tablet বিক্রয় করিতেছে। অত:পর ইং ১৭.৫০ ঘটিকার সময় বর্ণিত স্থানে উপস্থিত হইয়া সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৮৮৮৪ (আট হাজার আটশত চুরাশি) পিস Tapentadol Tablets 100mg সহ ০১(এক) জন কুখ্যাত মাদক কারবারী মোঃ মোতাহার আলী (৩৬), পিতা-মোঃ সালজার রহমান, সাং-কুড়ি পাইকা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে আটক করা হয় এবং সুকৌশলে আসামী মোঃ কনক (২২), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-কুড়ি পাইকা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদ্বয় সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
ধৃত আসামীকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত