জয়পুরহাটের কৃষ্ণপুর থেকে মাদকসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব প্রাতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি চৌকস আভিযানিক দল ২৫ মে ২০২৪ তারিখ ১২০০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক কারবারী ১। রনি হাসান (৩৮), পিতা-মোঃ মামুনুর রশীদ, ২। মোঃ নুর আলম (২৮), পিতা-মোঃ এনামুল হোসেন, উভয়ের সাং-কৃষ্ণপুর, থানা-পাঁচবিবি, ৩। মোঃ এরশাদ হোসেন (৩৫), পিতা মোঃ আফজাল হোসেন, সাং-গোবিন্দপুর, থানা-জয়পুরহাট, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রনি চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নুর আলম ও এরশাদ এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
২৫-০৫-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদেরকে তল্লাশি করলে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত