মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি
লোভে পাপ, পাপে মৃত্যু এই লোভের কারণে মানুষ নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নিজে অন্যজন কে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিচ্ছে, এই লোভের মধ্য পড়ে কেউ হারাচ্ছেন স্বর্ণ রূপা কেউ বা টাকা সহ অন্য কিছু। লোভের মধ্যে পড়েই হচ্ছে প্রতারণার শিকার, প্রতারকরা কৌশলে হাতিয়ে নিচ্ছে মানুষের মূল্যবান জিনিস - লোভে পড়ে নতুন প্রতারণার শিকার হয়েছে রাউজানের ডাবুয়া কান্দিপাড়া এলাকার বাসিন্দা হাফেজ ফারক(৬০) ও তার স্ত্রী।
জনাযায়, গত ২৩ মে বৃহস্পতিবার (২৪) রাউজান উপজেলার স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন হাফেজ ফারুক এই সময় তিনজন যুবক এসে তার সাথে গল্পগুজব করে বন্ধুতা জুড়ো করে,তারপর হাফেজ ফারুক কে তারা বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হুজুর মানুষ আপনার সাথে হাজী দের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে আমাদের কাছে কিছু সৌদি রিয়াল আছে এগুলো যদি আমাদের বিক্রি করে দেন তাহলে আপনাকে আমরা লাভ দেব - এই বলে হাতে দিল রিয়াল আর সেই রিয়ালের ফাঁদে পড়ে আটকে গেল হাফেজ ফারক, তারা বলল এই রিয়াল নিতে লাগবে ১লক্ষ ২০ হাজার টাকা তাদের কাথায় রাজি হয়ে হাফেজ ফারুক তার স্ত্রীর সাথে পরামর্শ করে তার স্বর্ণ নিয়ে স্বর্ণের দোকানে বন্ধক দিয়ে ১লক্ষ ২০হাজার টাকা নিয়ে গত ২৫শে মে শনিবার চলে এল রাউজানের পাহাড়তলীতে টাকা তুলে দেওয়ার পর প্রতারক চক্ররা তুলে দিল রিয়ালের পুটলী তারা বলে দিল
এটা এখানে খুলবেন না - কারণ চুরি হয়ে যেতে পারে। এদিকে গাড়িতে ওঠে ফারুকের স্ত্রী পুটলী খুলে দেখে সেখানে নাই রিয়ালে, রয়েছে ১টা ভিম সাবান।
হাফেজ ফারুকের স্ত্রী বলেন তারা আমাদের কে আগে রিয়াল দিল তারপর টাকা নিয়ে চলে গেল।
পরে যেই নাম্বার থেকে তারা কথা বলছে সে নাম্বার টা বন্ধ, এই নিয়ে রাউজান থানায় অভিযোগ ও করা হয়েছে বলে জানা গেল।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত