উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, ২৫/০৫/২০২৪ খ্রি: তারিখে অনুমান ০৮:৩০ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ সেনপাড়াস্থ পুষ্পায়ন-২৯ বাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। রেজুয়ান আহমদ (২৩)(ড্রাইভার), পিতা-আব্দুর রহিম, সাং-লামাশ্যামপুর, হরিপুর, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে (ক) ১০৫ (একশত পাঁচ) পিস ভারতীয় শাড়ি, (খ) ১৪৫৮০ পিস ভারতীয় Cadila Skinshine Cream, (গ) ১৪,৬৮৮ পিস ভারতীয় Skinfruit Cream, সর্বমোট ভারতীয় পণ্যের মূল ৬৯,১৪,৬৪০/- (ঊনসত্তর লক্ষ চৌদ্দ হাজার ছয়শত চল্লিশ) টাকা, এবং উক্ত মালামাল বহনের কাজে ব্যবহৃত (ঘ) ০১টি নেভি ব্লু রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন ডিআই পিকআপ পেয়ে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে, এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং-২২, তাং-২৫/০৫/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) রুজু করা হয়। উক্ত আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।