
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২৩ মে ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৭০৫ ঘটিকায় রাজশাহী জেলার তানোর থানাধীন মুন্ডুমালা গ্রামস্থ কৃষ্ণ কর্মকার (৪৫), পিতা- ধীরেন কর্মকার এর বসতবাড়ীর ভিতর উঠানে হইতে ৬২৫ (ছয়শত পঁচিশ) লিটার চোলাইমদসহ আসামী ০১। কৃষ্ণ কর্মকার (৪৫),পিতা- ধীরেন কর্মকার, সাং- মুন্ডুমালা, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল মর্মে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ঘটনাস্থলে লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে তানোর থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে আসছিল।
উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত চোলাইমদসহ রাজশাহী জেলার তানোর থানায় মামলা রুজু করা হয়েছে।