র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক ২৩ মে ২০২৪ তারিখ ০০১৩ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৩১৪ বোতল ফেন্সিডিল এবং ০৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত ফেন্সিডিল এবং বিদেশী মদসমূহ জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।