বিয়ের আগে মিজানুর রহমান সুমন ও বিলকিসের প্রেম ছিল। দুই বছর আগে তারা বিয়ে করেন। রাইডচালক সুমনকে বিয়ে করে আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে সংসার জীবন শুরু করেন বিলকিস। কিন্তু যাকে ভালোবেসে বিয়ে করলেন, সেই স্বামীর নিষ্ঠুর পরিকল্পনার বলি হয়েছেন এই নারী। রবিবার (১৯ মে) ঘুরতে বেরিয়ে স্বামীর হাতেই নিষ্ঠুর হত্যার শিকার হন তিনি।
সুমনকে গাজীপুরের বাসন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১ সদস্যরা। বাহিনীটি জানিয়েছে, সুমন তার স্ত্রী বিলকিসকে পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরের জঙ্গলে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেন। বুধবার (২২ মে) দুপুরে র্যাব-১-এর উত্তরার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ জানান, বিয়ের আগে বিলকিস জানতেন না সুমনের স্ত্রী ও সন্তান রয়েছে। বিয়ের পর বিলকিসকে তুরাগের রানাভোলার আগের স্ত্রীর বাসা থেকে দেড় কিলোমিটার দুরে নয়াপাড়ায় আরেকটি বাসা ভাড়া করে দেন সুমন। সম্প্রতি তাদের মধ্যে আর্থিক অনটন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। স্বামী-স্ত্রীর কলহের জেরে বিলকিসকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন সুমন। এরপর কয়েক দফা ঘুরতে যাওয়ার নাম করে ‘হত্যার মিশনে’ ব্যর্থ হন সুমন।
তিনি আরও জানান, ১৯ মে দুপুরের পর বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যান সুমন। পথে তারা চা পান করেন। ঘোরাঘুরির মধ্যে জায়গা ও সুযোগ খুঁজতে থাকেন সুমন– বিলকিসকে কোথায় হত্যা করবেন। একপর্যায়ে বিকাল ৪টার পর পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরে একটি ঝোঁপে নিয়ে গাড়িটি থামান সুমন। গাড়ি থেকে নামার পর ব্যাকডালা থেকে একটি পাইপে পেট্রোল ভরেন। ওই পেট্রোল বিলকিসের গায়ে ছুড়ে সঙ্গে সঙ্গে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন সুমন। জীবন বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করতে থাকেন বিলকিস। আশপাশে এতটাই নির্জন– তার চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না। ওই অবস্থায় বিলকিসকে ফেলে গাড়ি নিয়ে দ্রুত চলে যান সুমন।
মোসতাক আহমেদ জানান, বিলকিসের চিৎকারে একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসে। বিলকিসকে একটি ড্রেন থেকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে সকাল ৯টায় বিলকিস মারা যান। ঘটনার পর সুমন আত্মগোপনে চলে যান।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত