ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
অত্র মামলার বাদী তার মামা মোঃ রিপন হোসেন (৩৫), পিতা-মোঃ আবুল মোল্যা, সাং-শরুশুনা, থানা- শালিখা, জেলা-মাগুরা এর নামীয় ১৫০ সিসি লাল কালো রংয়ের পালসার মটর সাইকেল, যার রেজিঃ নং-মাগুরা-ল-১১-৯০৮৮, ইঞ্চিন নম্বর-DHXCNB43593, চেসিস নম্বর-PSUATICYINTD81420, নিয়ে ইং-০৯/০৪/২০২৪ তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় বাদীর ড্রাইভিং লাইসেন্স করার জন্য কোতয়ালী থানাধীন বকচরস্থ যশোর বিআর টিএ অফিসের সামনে মোটর সাইকেল খানা তালাবদ্ধ করিয়া রাখিয়া বি আর টি এ অফিসের ভিতরে যায়। বাদী বিআরটিএ অফিসের কাজ শেষে ইং-০৯/০৪/২০২৪ তাং বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় অফিসের নীচে আসিয়া দেখে উক্ত মোটর সাইকেল খানা উল্লেখিত স্থানে নাই। অজ্ঞাতনামা চোর বা চোরেরা ইং-০৯/০৪/২০২৪ তাং বেলা অনুমান ১১.৩০ ঘটিকা হইতে ১২.০০ ঘটিকার মধ্যে যেকোন সমযের মধ্যে উক্ত মোটর সাইকেল খানা চুরি করিয়া নিয়া যায়। এ সংক্রান্তে বাদী হয়ে এজাহার দিলে যশোর কোতয়ালী থানার মামলা নম্বর-৪১ তারিখ ১৬/০৫/২০২৪ইং ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়।
এ সংক্রান্তে জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং চোরাই মোটরসাইকেল উদ্ধার করার জন্য মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পন করতঃ কঠোর নির্দেশ প্রদান করেন।
গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ
পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (র্যাব), পিপিএম এঁর দিক-নির্দেশনায় জনাব রুপন কুমার সরকার, অফিসার ইন-চার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/শফি আহম্মেদ রিয়েল, এসআই মোঃ শামীম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসু, কং/ আঃ বাতেন, কং/ নাজমুল খান, কং/ মিটুল, কং/ শামসুজ্জোহা, একটি চৌকস টিম অত্র মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুত্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করে যশোর ও সাতক্ষীরা জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ০৪ জন আসামীকে গ্রেফতার ও আসামীদের স্বীকারোক্তি মোতাবেক অত্র মামলার চোরাই মোটরসাইকেলসহ মোট ০৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। মোঃ আল আমিন সরদার (৪৫), পিং-মোঃ মজিদ সরদার, সাং-চিংড়াখালী,
২। মোহাম্মদ আলী(৪২), পিং-মৃত মজিদ গাজী, সাং-বংশীপুর,
৩। খলিলুর রহমান বাবু(৪৪), পিং-মৃত জব্বার গাজী, সাং-চন্ডিপুর,
৪। মোঃ কামাল হোসেন(৩০), পিং-মৃত মুর্শিদ আলী গাজী, সাং-বংশীপুর, সর্ব থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
উদ্ধারকৃত আলামতঃ
১। ০৫টি চোরাই উদ্ধার মোটরসাইকেল।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত