নবদেশ২৪.কম
রংপুর, কুড়িগ্রাম এবং নীলফামারী মহাসড়কে অভিযান পরিচালনা করে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজি চক্রের ১১ জনকে আটক করেছে র্যাব-১৩*
১। রংপুর বিভাগের বিভিন্ন স্থানে পণ্যবাহী বিভিন্ন যানবাহন থেকে বেআইনিভাবে বিভিন্ন উপায় বেআইনি রশিদ প্রদান করে চাঁদা উত্তোলন করে আসছিল বিভিন্ন সুযোগ সন্ধানী গোষ্ঠী। তারা বিভিন্ন সময়ে লাঠিসোটা দেখিয়ে পণ্যবাহী যানবাহন থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। মহাসড়কের মোড়ে মোড়ে এসব চাঁদাবাজদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছিল। বিষয়টি র্যাব-১৩ এর নজরে আসলে সেটি নিয়ে র্যাব-১৩ গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।
২। এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের তিন জেলায় অভিযান পরিচালনা করে ১১ জন চাঁদাবাজকে গ্রেফতার করে র্যাব-১৩।
৩। গত ১৮ মে ২০২৪ তারিখ অনুমান ২৩:১৫ ঘটিকায় রংপুর জেলার হারাগাছ এলাকা থেকে পাঁচজন চাঁদাবাজ মোঃ মাসুদ আহমেদ (৪৫), পিতা-মৃত খাজা জালাল উদ্দিন, সাং-দক্ষিণ কামাল কাছনা বৈরাগীপাড়া, ২। শ্রী দিপক সরকার (৪০), পিতাঃ শ্রী জয়েন্ত সরকার, সাং- দক্ষিণ কামাল কাছনা দাসপাড়া, ৩। মোঃ জালাল মিয়া (৩২), পিতা-আব্দুল খালেক বাবু, সাং-পার্বতীপুর, সর্বথানা-কোতয়ালী, ৪। শ্রী পলাশ চন্দ্র রায় (৩২), পিতা-শ্রী মানিক চন্দ্র রায়, সাং-আশরতপুর মাছুয়া পাড়া, থানা-তাজহাট, ৫। মোঃ মিলন মিয়া (৩২), পিতা-মৃত সেকেন্দার আলী, সাং-চুহুড়, থানা-মিঠাপুকুর, সর্বজেলা-রংপুর’দের গ্রেফতার করা হয়।
গত ১৮ মে ২০২৪ তারিখ অনুমান ২২:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে চারজন ১। মোঃ জাবেদ (৩৪), পিতা-আব্দুল হাকিম, সং-চৌধুরীপাড়া, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম, ২। মোঃ শাহাবুল ইসলাম (২৯), পিতা-আসাদুল ইসলাম, সাং-সারাই বিদ্যাপাড়া, থানা-হারাগাছ, জেলা-রংপুর, ৩। মোঃ বেলাল হোসেন (২৭), পিতা-মোঃ বদিউজ্জামান, সাং-মুক্তারপাড়া এবং ৪।মোঃ ইব্রাহিম আলী, পিতা- আব্দুল কাদের, সাং-নেচাপাড়া উভয় থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম’দের গ্রেফতার করা হয়।
৫। গত ১৮ মে ২০২৪ তারিখ অনুমান ১৭:০০ ঘটিকায় নীলফামারী জেলার জলঢাকা নীলফামারী মহাসড়ক থেকে দুইজন চাঁদাবাজ ১। মোঃ শাহআলম (৪৩), পিতা-মৃত মফিজ উদ্দিন, সাং-দুন্দিবাড়ী, এবং ২। মোঃ গোলাম মোস্তফা (৪২), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-কদমতললী, উভয় থানা-জলঢাকা, জেলা-নীলফামারী’দ্বয়কে গ্রেফতার করা হয়।
মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি কঠোর হস্তে দমন করবে র্যাব-১৩
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদেরকে রংপুর জেলার হারাগাছ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, নীলফামারী জেলার জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে।