জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩ টি সফল অভিযানে
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩ টি সফল অভিযানে
২৭ টি চোরাই মোবাইল ফোন, ৫২ বোতল ফেন্সিডিল এবং অনলাইন জুয়াখেলায় ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার ০৬ জন।
অভিযান-০১
(১৭ মে ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/মোঃ সোলায়মান আক্কাস সঙ্গীয় এসআই(নিঃ)/কাজী আব্দুল মান্নান, এএসআই(নিঃ)/৬৩৫ গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/ এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২০.০৫ ঘটিকার সময় যশোর বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ রহমান চেম্বার মার্কেটের ২য় তলায় জি মার্ট নামক মোবাইল সার্ভিসিং দোকান হইতে আসামী ১। মোঃ মাসুদ রানা @ মিঠু(৩১), পিতা-মোঃ আব্দুস সামাদ, গ্রামঃ কলাগাছি, থানা-ঝিকরগাছা, ২। মোঃ রাশেদুজ্জামান(২৫), পিতা- দ্বীন মোহাম্মদ, সাং-কাগজপুকুর, ৩। মোঃ সাগর হোসেন(২৭), পিতা-মৃত আবুল কালাম, সাং-দিঘীরপাড়, ৪। মোঃ ইব্রাহিম খলিল সানি(২৩), পিতা-মৃত আব্দুল মমিন, সাং-ভবেরবেড়, সর্ব থানা-বেনাপোল পোর্ট, সর্ব জেলা-যশোর দেরকে ২৭ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৫,৪০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(১৮ মে ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/মোঃ সোলায়মান আক্কাস সঙ্গীয় এসআই(নিঃ)/কাজী আব্দুল মান্নান, এএসআই(নিঃ)/৬৩৫ গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/ এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী মডেল এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ সকাল ১০.৪০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী ভাস্কর্যের মোড়ে পালবাড়ী টু চাঁচড়া গামী পাকা রাস্তার পশ্চিম পাশ সংলগ্ন সোহাগ পরিবহন বাস কাউন্টারের সামনে ফুটপাতের উপর হইতে আসামী ১। মোঃ রাব্বি(১৯), পিতা-মৃত দ্বীন মোহাম্মদ, সাং-মহানগর উত্তরপাড়া (বাজারপাড়া) থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা কে ৫২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ১,৫৬,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৩
(১৮ মে ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ)/মোঃ আরিফুল ইসলাম, এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব, এসআই(নিঃ)/হরষিত রায়, এএসআই(নিঃ)/৫৬২ নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ বিকাল ১৭.৫০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের রাজু টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মাহমুদুর রহমান লিটন(৩২), পিতা-মহাসিন সরদার, মাতা-মাজেদা খাতুন, সাং-মোহনপুর ১১নং ঝাউডাঙ্গা ইউপি, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরা কে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) রাজেশ কুমার দাশ বাদী হয়ে যশোর ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।