র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র্যাব-০৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকা হতে অপহরণকারী চক্রের মূল হোতা আসামী আলমগীর শরীফ (৩৫) গ্রেফতার এবং নাবালিকা ভিকটিম উদ্ধার।
গত ইং . ৩০/০১/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় ভিকটিম মোসাঃ মিম (১৭) মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বসত ঘর হতে বের হয়ে ঘটনাস্থল পটুয়াখালী জেলার দুমকি থানাধীন থানা ব্রিজের পশ্চিমপাড় স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা মিলে মোটরসাইকেলে তুলে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে। অপহরণের পর প্রধান আসামি আলমগীর শরীফ (৩৫) নাবালিকা ভিকটিম মোসঃ মিমকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় এবং পলাতক থাকে। অতঃপর ভিকটিমের পিতা কোন উপায় অন্তর না পেয়ে বাধ্য হয়ে ২৪/০৩/২৪ ইং তারিখ দুমকি থানায় যেয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন, যার মামলা নং ০৭, তারিখঃ ৪ই মার্চ ২০২৪ ইং, ধারা:-৭/৩০,নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ মামলা দায়ের করেন।
পরবর্তীতে উল্লেখিত উদ্ধারকৃত ভিকটিম ও মূল আসামিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকা হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পটুয়াখালী জেলার দুমকি থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত