র্যাব-৮,সিপিসি-৩ মাদারীপুর, ক্যাম্প কর্তৃক পরিচালিত এক অভিযানে অপহরণকৃত ১৪ বছরের একজন ভিকটিম উদ্ধারসহ প্রধান অপহরণকারী গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে ২০২৪ খ্রি. তারিখ ২০.০০ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন নায়াকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানার মামলা নং ১৭/১৪৭, ধারা-৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মামলার অপহরণকৃত ভিকটিম মোছাঃ নাহিদা আক্তার (১৪), পিতা-মোঃ হারুন মোল্লা, সাং বেপারীপাড়া, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর’কে ইং-১৬/০৫/২০২৪ খ্রিঃ অনুমান ২০.০০ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন নয়াকান্দী সাকিনস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে উদ্ধারসহ আসামী মোঃ সিরাজুল আশিক (২৪), পিতা- মোঃ আব্বাস মোল্লা, সাং- গঙ্গারামপুর, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত