রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন রংপুর-নীলফামারী মহাসড়ক এলাকা, দক্ষিণ খলেয়া গঞ্জিপুর বাজার সংলগ্ন ভিন্নজগতের মোড়, পাগলাপীর বাজার এলাকায় চাঁদাবাজ চক্রের মূল হোতা মোঃ চাঁন মিয়া (৫৬) এর নেতৃত্বে তার সহযোগিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন পণ্যবাহী ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যান, বাস, মিনিবাস, মাইক্রো, অটো, সিএনজি হতে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং হুমকি প্রদান করে।
গত ১৫ মে ২০২৪ তারিখ অনুমান ২০.৩৫ ঘটিকার সময় রংপুরগামী রংপুর ট-১১-০৪৪৬ রেজিঃ নম্বরের পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজ চক্রের সদস্যরা চাঁদা আদায়ের রশিদ দিয়ে চাঁদা আদায়ের সময় চাঁদা চক্রের মূল হোতা ১। মোঃ চাঁন মিয়া (৫৬), পিতা-মৃত আবুল হোসেন, সাং-দক্ষিণ খলেয়া বাজার পাড়া, থানা-গঙ্গাচড়া, ২। অমল চন্দ্র রায় (৪০), পিতা-অনিল চন্দ্র রায়, সাং-লালচাঁদপুর হিন্দুপাড়া (হাড়িটারী), থানা-রংপুর সদর, ৩। মোঃ আলাউদ্দিন (১৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-ওসিপাড়া, ৪। মোঃ ফারুখ মিয়া (১৯), পিতা-মোঃ আমিনুর রহমান, সাং-নয়াটারী (দিঘলটারী), উভয় থানা-গঙ্গাচড়া, ৫। মোঃ জাহাঙ্গীর আলম (৫৬), পিতা-মৃত তছির উদ্দিন, সাং-গোকুলপুর নাওয়াপাড়া, ৬। মোঃ মহসিন আলী (৪০), পিতা-মোঃ সুলতান আলী, সাং-গোকুলপুর কারীপাড়া, উভয় থানা-রংপুর সদর এবং ৭। মোঃ মজিদুল ইসলাম (৪২), পিতা-মোঃ মমতাজ আলী, সাং-উত্তর খলেয়া, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুরদে গ্রেফতার করা হয়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় পেনাল কোড ১৮৬০ এর ৩৮৫/৩৮৬/১১৪/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদেরকে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।