পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে কে এম আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ এরশাদুল হক সরকার সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার ০১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি(বি.এ.টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে অদ্য ইং-১৫/০৫/২০২৪ তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকার রংপুর টু ঢাকাগামী “বসুন্ধারা পরিবহন” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬৮১৫ উক্ত বাসটি থামিয়ে চেকিং করাকালে উক্ত গাড়ীর যাত্রী ধৃত আসামী ১। মোঃ আনারুল ইসলাম (২৫), পিতা-মোঃ হাবেল উদ্দিন, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা-ভেলাবাড়ী শালমারা, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট, বর্তমান নানা মোঃ মইনুদ্দিন, পিতা-মৃত জোবেদ আলী, ঠিকানা-কর্ণপুর (মেরুয়ারপাড়), থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট এর হেফাজত গ্যাসের সিলিন্ডারের ভিতরে রক্ষিত ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা পাইয়া জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।এই ব্যাপারে পলাশবাড়ী থানার মামলা নং-১৮, তারিখ-১৫/০৫/২০২৪ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত