সিএমপির হালিশহর থানা পুলিশ কর্তৃক জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন ও সিআর সাজা পরোয়ানাভুক্ত একজনসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত পাঁচজন আসামি গ্রেফতার।
সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব স্পিনা রাণী প্রামানিক ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে হালিশহর থানা পুলিশের একটি আভিযানিক টিম এসআই তীথংকর দাশ অফিসার-ফোর্সের সহায়তায় ১৪/০৫/২০২৪ খ্রি. রাত ০২:৩০ ঘটিকা হতে ০৫.৩০ ঘটিকা পর্যন্ত সময়ে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি জিআর সাজা, ০১ টি সিআর সাজা, ০২ টি জিআর ও ০১টি সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ০৫ জন আসামি যথাক্রমে ১।পপি বেগম, জিআর- ১১৭/১৪, পাঁচলাইশ- ৮(৬)১৪ প্রসেস নং-৫২/২৪ (৩ মাস সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড), ২। মোঃ শাহাদাত হোসেইন, অর্থঋণজারি মামলা নং- ৩০৩/২০২৩, ধারা- অর্থঋণ আইনের ৩৪ (০৪ মাস দেওয়ানি আটকাদেশ), ৩। মোঃ সজীব (২৫), জিআর- ২৬৭/১৯, হালিশহর- ২২(১০)১৯, ধারা- মা. দ্র. নি. ৩৬(১)-এর ১০(ক) এবং প্রসেস নং- ৩৮৮/২৪, ৪। মোঃ দিহাল, জিআর- ২৬৭/১৯, হালিশহর- ২২(১০)১৯, ধারা- মা. দ্র. নি. ৩৬(১)-এর ১০(ক) এবং প্রসেস নং- ৩৮৮/২৪, ৫। সিরাজ উদ্দিন মোঃ সোহেল, সিআর- ০৮/২৪ (হালিশহর), প্রসেস- ৬৩২/২৪-দেরকে গ্রেফতার করেন।