র্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক অপহরণকারী চক্রের মূলহোতা’সহ ০৪ জন অপহরণকারী গ্রেফতার এবং অপহৃত ০২ জন ভিকটিম উদ্ধার। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক একটি বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা হতে অপহরণকারী চক্রের মূলহোতা’সহ ০৪ জন অপহরণকারী গ্রেফতার এবং অপহৃত ০২ জন ভিকটিম উদ্ধার।
প্রাথমিক তদন্তে জানা যায় যে, অত্র মামলার ভিকটিম মোঃ নাজমুল (২৮) ও মোঃ মুন্না (১৭) দুই জনই পেশায় মোটর মেকানিক। ভিকটিম নাজমুলের চিটাগাং রোডে ট্রাক স্ট্যান্ডের পাশে একটি গাড়ির মেরামতের ওয়ার্কশপ রয়েছে। গত ১৩/০৫/২৩ তারিখ সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকার সময়ে গ্রেফতারকৃত আসামীগণ গাড়ি মেরামতের কথা বলে ভিকটিম নাজমুল ও তার দোকানের কর্মচারী মুন্নাকে রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকায় নিয়ে যায় এবং সেখানে ভিকটিমদ্বয়কে আটক করে রাখে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিরা ভিকটিম মোঃ নাজমুল এর ব্যবহৃত মোবাইল থেকে ভিকটিমের ভগ্নিপতি এর নিকট মুক্তিপণ হিসাবে ০৩ লক্ষ টাকা দাবি করে এবং টাকা না পেলে অপহরণকারীরা ভিকটিমদের হাত-পা ভেঙে নদীতে ফেলে দেবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এই বিষয়ে ভিকটিম মোঃ নাজমুল এর ভগ্নিপতি বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। এই অপহরণের সাথে জড়িত চক্রটির মূলহোতা মোঃ সজীব মিয়া’সহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ, সিপিএসসি কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তাদের অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপহরণকারী চক্রের মূলহোতা আসামী ১। মোঃ সজীব মিয়া (২৩), পিতা-মোঃ জজ মিয়া এবং অপহরণকারী চক্রের সদস্য আসামী ২। মোঃ লিটন মিয়া (৩০), পিতা-মৃত আশরাফ উদ্দিন, ৩। মোঃ ইয়াসিন মিয়া (২৩), পিতা-মোঃ ইদু মিয়া, ৪। ইমন চন্দ্র বিশ^াস (২২), পিতা-অজিত চন্দ্র বিশ^াস, সর্ব সাং-হাউলিপাড়া, পোঃ মুড়াপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর অভিযানিক দল ১৪/০৫/২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা হতে আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অপহৃত ০২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ও উদ্ধারকৃত ভিকটিমদ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত