প্রেস নোট
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ
তারিখ-১৩/০৫/২০২৪ খ্রিঃ।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ পৃথক ০৫টি অভিযানে ৮৬ গ্রাম গ্রাম হেরোইনসহ ১৪ মাদকাসক্ত ছিনতাইকারী ও ০৩ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী এবং ১৫ টি চোরাই মোবাইল সেটসহ ০১ জন, মোট গ্রেফতার-১৭।
অভিযান-১
এসআই(নিঃ) এস.এম আব্দুল্লাহ আল মাহমুদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আটানি পুকুরপাড় সাকিনস্থ উপসম হাসপাতাল সংলগ্ন জনৈক আব্দুল মতিন এর মোটর সাইকেলের ওয়ার্কশপ দোকানের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ১২ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৫৫ ঘটিকায় ২২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইতারী ১। মোঃ শুক্কুর আলী (৩৮), পিতা মৃতঃ নিজাম, মাতা মৃতঃ রহিমা, সাং-কৃষ্টপুর বউ বাজার, ২। মোঃ অহিদ (২৮), পিতা-আলম, মাতা-মোছাঃ বিনু বেগম, সাং-কৃষ্টপুর আদর্শ কলোনী, ৩। মোঃ সানি (২৬), পিতা-মোঃ মামুন মিয়া, মাতা-মোছাঃ মমতা বেগম, সাং-কৃষ্টপুর দৌলত মুন্সি রোড, ৪। মোঃ পাপ্পু মিয়া (৪০), পিতা-মৃতঃ নজরুল ইসলাম, মাতা-সাহেরা খাতুন, ৫। নূর মোহাম্মদ ফয়সাল (৩৩), পিতা-মৃতঃ তোতা মিয়া, মাতা-মোছাঃ নূর বানু, ৬। মোঃ খাজা মিয়া (২৪), পিতা-মৃতঃ বাদল মহুরী, মাতা-নুর নাহার, সর্ব সাং-কৃষ্টপুর, সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদকসহ ময়মনসিংহ শহর এলাকায় ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শুক্কুর আলী (৩৮) এর বিরুদ্ধে ০৬টি, আসামী ২। মোঃ অহিদ (২৮) এর বিরুদ্ধে ০৩টি, আসামী মোঃ সানি (২৬) এর বিরুদ্ধে ০৫টি, আসামী মোঃ পাপ্পু মিয়া (৪০) এর বিরুদ্ধে ০৭টি, আসামী নূর মোহাম্মদ ফয়সাল (৩৩) এর বিরুদ্ধে ০৪টি এবং আসামী মোঃ খাজা মিয়া (২৪) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।
অভিযান-২
এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন এস কে হাসপাতালের সামনে পাকা রাস্তার পাশে হইতে ১২ মে ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকায় ৩২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইতারী ১। মোঃ শহিদ (৫০), পিতা মৃতঃ চাঁন মিয়া, মাতা মৃতঃ ফিরুজা, সাং-হরগাতি, থানা-নেত্রকোণা সদর, জেলা-নেত্রকোণা এ/পি সাং-কেওয়াটখালী বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ রাজু খান (৩৬), পিতা-রুস্তম খান, মাতা মৃতঃ জুবেদা, সাং-পাটগুদাম বিহারী ক্যাম্প, থানা-কোতোয়ালী, ৩। সাব্বির হোসেন (২২), পিতা-মোঃ ছাইদুল ইসলাম, মাতা-সুফিয়া আক্তার, সাং-উত্তর খয়ড়াকরি, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-কৃষ্টপুর মদিনা মসজিদ এর পাশে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ মোশাররফ হোসেন রামিম (২৭), পিতা-মৃতঃ আবুল কালাম আজাদ, মাতা-ছাফিয়া বেগম, সাং-কৃষ্টপুর এ/পি সাং-জিগারগাছা, বেলতলী আবাসন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদকসহ ময়মনসিংহ শহর এলাকায় ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শহিদ (৫০) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।
অভিযান-৩
এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ সাকিনস্থ জয়বাংলা চত্তর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ১২ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২২.২৫ ঘটিকায় ৩২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইতারী ১। মোঃ সাজ্জাদ হোসেন রিফাত (২৫), পিতা-মীর হোসেন হৃদয়, মাতা-মাসুমা আক্তার ঋতু, সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া, ২। মোঃ বিল্পব (৩০), পিতা মৃতঃ সুলতান মিয়া, মাতা-মাজেদা খাতুন, সাং-সানকিপাড়া শেষমোড়, ৩। মোঃ আশিক (৩৩), পিতা-সুলতান মিয়া, মাতা-আছিয়া খাতুন, সাং-কৃষ্টপুর, ৪। মোঃ রাজিব মিয়া (২৭), পিতা মৃতঃ মুনসুর আলী, মাতা-রোকেয়া খান, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়নমসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদকসহ ময়মনসিংহ শহর এলাকায় ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাজ্জাদ হোসেন রিফাত (২৫),এর বিরুদ্ধে ০৩টি, ২। আসামী মোঃ বিল্পব (৩০) এর বিরুদ্ধে ০৪টি, আসামী মোঃ আশিক (৩৩) এর বিরুদ্ধ ০২টি এবং আসামী মোঃ রাজিব মিয়া (২৭) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।
অভিযান-৪
এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ছলিমপুর সাকিনস্থ জনৈক এনামুলের মুদির দোকানের সামনে পাকা রাস্তার পাশ হইতে ১২ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২০.২৫ ঘটিকায় ০৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহাগ হোসেন @ শাকিব (২৬), পিতা-মোঃ সুরুত আলী @ আলাউদ্দিন @ আঃ শহীদ, মাতা-জোছনা বেগম, সাং-কৃষ্ণপুর, থানা-ধোবাউড়া, এ/পি সাং--নাওজোড়, ১৩নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন(ছিড়া মুন্সির ছেলে সিদ্দিক এর বাসার ভাড়াটিয়া), থানা-বাসন, জেলা-গাজীপুর, ২। মোছাঃ মমেনা খাতুন (২২), পিতা-বাচ্চু মিয়া, স্বামী-মোঃ সোহাগ হোসেন @ শাকিব, মাতা-আছমা বেগম, সাং-বালাপাড়া, থানা-কচাকাটা, জেলা-কুড়িগ্রাম এ/পি সাং-নাওজোড়, ১৩নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন(ছিড়া মুন্সির ছেলে সিদ্দিক এর বাসার ভাড়াটিয়া), থানা-বাসন, জেলা-গাজীপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারি এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহাগ হোসেন @ শাকিব (২৬)এর বিরুদ্ধে ০৭টি মামলা আছে।
অভিযান-৫
এসআই(নিঃ) আল্লামা ইকবাল কবির সম্রাট সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অর্ন্তগত কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী বাজার সংলগ্ন জনৈক শরিফুল ইসলাম মিতুল (৩৫) এর মুদির দোকানের পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ১২ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.১০ ঘটিকায় বিভিন্ন ব্যান্ডের ১৫টি মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য ১। জান্নাতুল ফেরদৌসি (৩৫), পিতা-হাবিবুর রহমান হবি, মাতা-মোছাঃ কুলসুম, সাং-কাজির শিমলা দুলাল বাড়ী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মোবাইলসেট চুরি কারবারি এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।
উদ্ধারকৃত ৮৬ গ্রাম হেরোইন ও ০৩ কেজি গাঁজা এবং ১৫টি মোবাইল সেট উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ১৭ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত