রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একই সাথে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে গতকাল ১২ মে ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সজল (৩০), পিতা-মৃত জাহাঙ্গীর হোসেন, সাং-দক্ষিণ নাজিরপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, ২। মোঃ শান্ত হোসেন (২২), পিতা-মৃত সামসুল হক, সাং-বউবাজার, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৩। মোঃ ওয়াশিম (২৪), পিতা-মোঃ গাজী হোসেন, সাং-বুনিয়া, থানা-নাসিরনগর, জেলা-বাহ্মণবাড়ীয়া ও ৪। মোঃ শাকিল হোসেন (২৪), পিতা-আঃ মান্নান, সাং-চৌরাঙ্গা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত