র্যাব অভিযানে দীর্ঘদিন পলাতক ৬ মাসের সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে
র্যাব-৮,সিপিসি-৩ মাদারীপুর, ক্যাম্প এর অভিযানে দীর্ঘদিন পলাতক ৬ মাসের সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার। র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে ১১ মে ২০২৪ খ্রি. তারিখ ২২.৪০ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন ঝিকরহাটি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৭৫০/১৮ (সাজা), ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) এর টেবিল ৯(ক) মুলে সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আব্দুলা, পিতা-নুরু খলিফা, সাং-ঝিকরহাটি, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুরকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীকে রাজৈর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত