কক্সবাজার সদর থানাধীন হাসপাতাল মোড় এবং পৌরসভার বদরমোকাম এলাকায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামী শফি আলম এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আসাদ উল্লাহ র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। কক্সবাজারের রামু থানার মামলা নং-০৭, তারিখ-০৫/০৪/২০২১, ধারা-১৪৩/৪৪৭/৪২৭/৩২৩/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এবং সিআর মামলা নং-৫৭৪/১৮, দায়রা-৮৩৯৩/১৮, এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারা মোতাবেক দুইজন গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায়, গত ১২ মে ২০২৪ তারিখ অনুমান ০০.৩০ এবং ২৩.০০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় কক্সবাজার সদর থানাধীন হাসপাতাল মোড় এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামী শফি আলম এবং কক্সবাজার পৌরসভার বদরমোকাম এলাকা থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আসাদ উল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিস্তারিত পরিচয় :
১) শফি আলম (৩৭), পিতা-কবির আহম্মদ, সাং-দরগাহ পাড়া, খুরুলিয়া, ঝিলংজা, থানা-সদর, জেলা-কক্সবাজার। গ্রেফতারকৃত শফি আলম, জমি নিয়ে বিরোধ সংক্রান্তে রামু থানাধীন চাকমারকুল চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী।
২) আসাদ উল্লাহ (৫৩), পিতা-মৃত মাস্টার কবির আহমদ, প্রোপাইটর মেসার্স আসাদ ডিস্ট্রিবিউসান, রুমালিয়া ছাড়া (মেইন রোড, পুরাতন টেক্স অফিস বিল্ডিং), কক্সবাজার। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দায়েরকৃত সিআর মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ০৭ বছরের কারাদন্ড ও ৭,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
৩। গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত