অটোরিক্সা ছিনতাই চক্রের ০৪ (চার) সদস্য গ্রেফতার সহ লুন্ঠিত অটোরিক্সা ও বিক্রয়ের নগদ টাকা উদ্ধার।
গত ০৯/০৫/২০২৪ তারিখ অটো রিক্সা চালক মোঃ আব্দুল লতিফ(৩০) নাটোর রসূলের মোড় এলাকা হতে ০৩ জন যাত্রী নিয়ে নলডাঙ্গা থানাধীন সেনভাগ যাওয়ার উদ্দেশ্যে রওনা করে সেনভাগ গ্রামস্থ নাটোর টু নলডাঙ্গা গামী পাকা রাস্তার উপর পৌছালে তাদের মধ্যে একজন যাত্রী কৌশলে অটো থামালে অন্য ০২ জন যাত্রী চালকে মারধর করে জোর পূর্বক অটো রিক্সাসহ মোবাইল ফোন ছিনিয়ে ঘটনাস্থল হতে নাটোর শহরের দিকে রওয়ানা করে। এই বিষয়ে অটো চালকের অভিযোগের ভিত্তিতে নলডাঙ্গা থানায় মামলা রুজু হয়।
উক্ত ঘটনার সাথে সাথে পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ নলডাঙ্গার নেতৃত্বে নলডাঙ্গা থানার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১/৫/২০২৪ তারিখ রাতে ছিনতাই চক্রের ০২ (দুই) জন সক্রিয় সদস্য ১। মোঃ ওসামানুর (২২),সাং-কানাইখালী (সিটি টাওয়ারের পাশে), ২। মোঃ কৌশিক শেখ (১৯),সাং-দক্ষিন পটুয়াপাড়া, উভয় থানা/জেলা- নাটোরদের গ্রেফতার করে এবং তাদের দেয়া তথ্য মতে নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকা হতে লুন্ঠিত অটোরিক্সা ও বিক্রয়ের নগদ টাকা উদ্ধার পূর্বক ৩। মোঃ ইউসুফ আলী (৪৭),সাং-বড়াইগ্রাম কালিবাড়ী, থানা- বড়াইগ্রাম, ৪। মোঃ রাসেল প্রামানিক (২৭), সাং-শাহাপুর মাজারপাড়া, থানা- গুরুদাসপুর, সর্ব জেলা-নাটোরদের গ্রেফতার করা হয়।