প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার প্রতিবাদকে কেন্দ্র করে পোলিং এজেন্ট
২০২১ সালে খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার প্রতিবাদকে কেন্দ্র করে পোলিং এজেন্ট আখতারুজ্জামান'কে নির্মমভাবে কুপিয়ে হত্যা সংক্রান্তে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছলিম উদ্দিন'কে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউপিস্থ বঙ্গবন্ধু বাজার এলাকা হতে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বিবিধ অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। র্যাব-১৫, কক্সবাজার এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, জঙ্গী দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে।
গত ১১ নভেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রতিবাদকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন কর্তৃক আরেক মেম্বার প্রার্থীর পোলিং এজেন্ট আখতারুজ্জামান নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থী বাবুলের এর লোকজন জাল ভোট দিতে গেলে অপর এক মেম্বার প্রার্থী কামাল এর পোলিং এজেন্ট আখতারুজ্জামান বাধা প্রদান করে। ফলে মেম্বার প্রার্থী বাবুলের লোকজন তাকে টেনে হেচড়ে বাহিরে এনে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ফলশ্রুতিতে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আক্তারুজ্জামান মৃত্যুবরণ করেন। এ হত্যাকান্ডের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়, যার মামলা নং ২১, তাং ১৩/১১/২০২১, ধারা:১৪৩/১৪৪/১৪৯/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩০২ দঃ বিঃ।
উক্ত হত্যা মামলার আসামী ছলিম উদ্দিন আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারী হলে তাকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার গোয়েন্দা কার্যক্রম ও নজরদারী চলমান থাকে। এরই ধারাবাহিকতায়, গত ০৯ মে ২০২৪ তারিখ অনুমান ১৮.০০ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এবং উক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছলিম উদ্দিন (৪৪), পিতা-আমির হামজা, সাং-তেতৈয়া ইউছুপ ফকির পাড়া, ১নং ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত