কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ৩ মাসের
অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মেরে গর্ভপাত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঐ শিক্ষকের নাম তহিদুল ইসলাম শিপুল (৪০)। তিনি জেলা শহরের নিকটবর্তী জগতি মিনাপাড়া এলাকার মৃত রহিজ মাস্টারের ছেলে এবং সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪৪ নং নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এঘটনায় ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামী মোঃ রাসেল (৩২) বাদী হয়ে ১মে ২০২৪ ইং তারিখে কুষ্টিয়া মডেল থানায় মামলা একটি লিখিত | এজাহার দায়ের করেছেন। এজাহার দায়েরের পর একই দিন কুষ্টিয়া মডেল থানায় মামলা রুজু করা হয়। মামলা নং- ০৪, ধারা- ৩২৩/৩৪৭/৩১৩। এজাহারের বরাত দিয়ে জানা যায়, মামলার বাদী জেলার মিরপুর থানার হাজরাহাটি গ্রামের বাসিন্দা মাসুম বিশ্বাসের ছেলে মোঃ রাসেল এর সাথে ৭ বছর পূর্বে সদর উপজেলার জগতি মিনাপাড়া এলাকার বাসিন্দা মৃত রফিক এর মেয়ে মোছাঃ রওশন আরা আক্তার (৩২) এর বিয়ে হয়। গত ১৮/০১/২০১৪ ইং তারিখে বাদীর শশুর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন। এরপর থেকে শাশুড়ী মোছাঃ তহমিনা ওয়ারিশ হন। বাদীর শাশুড়ী বেশ কিছু দিন ধরে মানসিক রোগে আক্রান্ত। বর্তমানে তার শাশুড়ীর ওয়ারিশ বাদীর স্ত্রী মোছাঃ রওশন আরা আক্তার ও তার বোন স্মৃতি বেগম। বাদীর শশুর বেঁচে থাকতে তার দেওয়া ১৬ শতক জমিতে বাদী কলাবাগান করে চাষাবাদ করে আসছে। দীর্ঘদিন ধরে আসামী তহিদুল ইসলাম শিপুল বাদীর শশুরের জমি ও ব্যাংক একাউন্টে জমানো টাকা আত্মসাৎ করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসামী গোপনে বাদীর কলাবাগানের জমি অন্য লোকের নিকট লীজ প্রদান করে। বিষয়টি বাদীর স্ত্রী জানতে পেরে গত ২৭ এপ্রিল দুপুর অনুমানিক সাড়ে ৩ টার সময় আসামীর বাড়িতে গিয়ে লীজ দেওয়ার কারণ জানতে চান। সেসময় আসামী তার হাতে থাকা লাঠি দিয়া বাদীর স্ত্রীর মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে। সেই আঘাত মাথায় লাগলে বাদীর স্ত্রী মাটিতে পরে যায়। ঐ সময় আসামী তার ডান পা দিয়ে বাদীর স্ত্রীর পেটে লাথি মারে। আসামীর পায়ের লাথিতে বাদীর স্ত্রীর পেটে থাকা ৩ মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বাদী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার স্ত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। সন্তান হত্যার বিচার পেতে আইনের দ্বারস্থ হয়েছেন তারা। এব্যাপারে কথা বলতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজু মোহন সাহার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত