৮ মাসের শিশু অপহরণের ২৯ দিন পরবৃহস্পতিবার (২ মে) শিশু (আব্দুল্লাহ আল নোমান) উদ্ধারসহ আসামি আইরিনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি উপ-পুলিশ কমিশনার আবুতোরাব মোহাম্মদ শামছুর রহমান।
পুলিশ জানায়, গত ৩ এপ্রিল শিশুটির মা সন্তানকে গোসল করিয়ে ঘরে রেখে কাপড় ধোয়ার জন্য একপর্যায়ে খুঁজে না পেয়ে বাসন থানায় পাশের রুমের ভাড়াটিয়া আইরিনকে আসামি করে মামলা দায়ের করেন।
সেই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গতকাল বিকাল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন
এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার
ভোরে শহরের চায়না মোড় এলাকা থেকে অপহরণকারী আইরিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আইরিনের হেফাজত থেকে ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করে তার মা বাবার কাছে
বুঝিয়ে দেন পুলিশ।
এর আগে উক্ত ঘটনা র সাথে জড়িত সন্দেহে বগুড়া থেকে আইরিনের স্বামী আবুসাঈদ ওরফে সুমন
কে গ্রেপ্তার করে জিএমপি বাসন থানা পুলিশ। অপহরণকারী আইরিন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার
অন্ততপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে।
জিজ্ঞাসাবাদে আইরিন জানায়, শিশুটিকে সে ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহার করছিল। ছোট শিশুকে
ব্যবহার করে ভিক্ষা করলে সহানুভুতি ও বেশি অর্থপাওয়া যায় বলেই এ কাজ করেছিলেন তিনি।
পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত