গাজীপুর জেলার কোনাবাড়ী থানা এলাকায় চাঞ্চল্যকর মাসুদ রানা(৩৫) হত্যা মামলার অন্যতম আসামী মোঃ হিমেল(২২)‘কে শেরপুর জেলার সদর থানাধীন হরিণধারা এলাকা হতে র্যাব-২, সিপিসি-৩ এর যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এখানে উল্লেখ্য যে, বাদী মোছাঃ সেলিনা বেগমের স্বামী নিহত মাসুদ রানা (৩৫), পিতা-মৃত আলাল উদ্দিন, জন্মসূত্রে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা। জীবিকার তাগিদে মাসুদ রানা(৩৫) বিগত প্রায় ১৫ বছর যাবৎ স্বপরিবারে গাজীপুর মহানগরীর, কোনাবাড়ী থানা এলাকায় বসবাসসহ অটোরিক্সা চালিয়ে জীবন-যাপন করে আসছিল।
গত ১৩/০৪/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ০২.০০ ঘটিকার সময় মাসুদ রানা (৩৫) প্রতিদিনের ন্যায় দুপুরের খাবার খেয়ে বাসা হইতে অটোরিক্সা নিয়া বাহির হয়ে যায়। একই তারিখ বিকাল আনুমানিক ০৪.৪০ ঘটিকার সময় মাসুদ রানা (৩৫) কোনাবাড়ী হতে যাত্রী নিয়ে খোলাপাড়া নছের মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়ে উক্ত মার্কেটের সামনে বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় পৌছামাত্র ০১নং আসামী মোঃ আশিক বাবু(২৩) এর মোটরসাইকেলের সাথে অটোরিক্সার ধাক্কা লাগে।
মোটরসাইকেলের সাথে অটোরিক্সার ধাক্কা লাগায় বাদীর স্বামী মাসুদ রানা(৩৫) এর সাথে আসামীদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে আসামী মোঃ হিমেল (২২) সহ অন্যান্য আসামী এবং অজ্ঞাতনামা আরো ৬/৭ জন আসামীরা একই উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে মাসুদ রানা(৩৫)‘কে অটোরিক্সা হতে নামিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে, বাদী তার পরিবারের লোকজনসহ মাসুদ রানা (৩৫)কে খোলাপাড়া নছের মার্কেট সংলগ্ন মের্সাস আনিসা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার পাশে গুরুতর রক্তাক্ত অবস্থায় দ্রুত কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এমতাবস্থায়, মাসুদ রানা (৩৫)কে দ্রুত এ্যাম্বুলেন্স যোগে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যু বরণ করেন।
উক্ত ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সেলিনা বেগম (৩৭) বাদী হয়ে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় ০১টি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তাং-১৪/০৪/২০২৪খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। হত্যাকান্ডের পর থেকে র্যাব আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী শুরু করে।
এরই সূত্র ধরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এবং র্যাব-২, সিপিসি-৩ এর একটি যৌথাভিযানিক দল ইং ০২/০৫/২০২৪খ্রি. তারিখ রাত ০০.০৫ ঘটিকার সময় , শেরপুর জেলার সদর থানাধীন হরিণ ধারা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার অন্যতম আসামী মোঃ হিমেল (২২), পিতা-নূর মোহাম্মদ, সাং-আমবাগ, থানা -কোনাবাড়ি, জেলা- গাজীপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪। ধৃত আসামীকে গাজীপুর জেলার কোনাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
৫। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।