১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ ১৭:৫০ ঘটিকায় আরএমপি, রাজশাহী এর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ গ্রামস্থ মোঃ মোশাররফ হোসেন জনি (৩৯), পিতা- মৃত: আঃ রউফ এর বিল্ডিং এর দ্বিতীয় তলায় তার বসবাসের ফ্লাট হইতে (ক) Moov নামক ব্যাথা নাশক ভেজাল মলম-৩৫ (পঁয়ত্রিশ) টি, যার গায়ে Moov সহ অন্যান্য লেখা আছে। (খ) Moov সহ অন্যান্য লেখা খালি টিউব-২৬৫ (দুইশত পঁয়ষট্ট্রি) টি, (গ) প্লাস্টিকের কর্ক-২৬৩ (দুইশত তেষট্ট্রি) টি, (ঘ)Moov সহ অন্যান্য লেখা কাগজের খালি প্যাকেট-২৬৪ (দুইশত চৌষট্ট্রি) টি, (ঙ) SANGUIN GlycerineGi এর স্টিকার (২৯০০০) টি, (চ) Power Menthal এর স্টিকার-৭৬ (ছিয়াত্তর)টি, (ছ) ZANDU BALM এর স্টিকার-২১ (একুশ) টি, (জ) ভেজাল ঔষধ তৈরীর কাঁচামাল ভ্যাসলিন মোট-০৮ (আট) কেজি (প্লাস্টিকের গামলা ও কাগজসহ) এবং (ঝ) সাদা পলিথিনে পিপারমিন ৯০ (নব্বই) গ্রামসহ আসামী ১।মোঃ মোশাররফ হোসেন জনি (৩৯), পিতা- মৃতঃ আঃ রউফ, মাতা-মোসাঃ লতিফা বেগম, সাং-আলীগঞ্জ, থানা- রাজপাড়া, রাজশাহী মহানগর কে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ঘটনাস্থলে বর্নিত ফ্লাটে তার শয়ন কক্ষে লোক চক্ষুর আড়ালে বিভিন্ন ভেজাল উপাদান সংমিশ্রন করিয়া ভেজাল ব্যাথানাশক ক্রিম উৎপাদন করতঃ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার ঔষধের দোকান ও অন্যান্য দোকান্দারদের নিকট বিক্রয় করিয়া আসিতেছেবলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধভাবেেভেজাল উপাদান সংমিশ্রন করিয়া ভেজাল ব্যাথানাশক ক্রিম উৎপাদন করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে জব্দকৃত নকর ঔষধসংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
৩। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আরএমপিরাজশাহী এর রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত