র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প এবং র্যাব-১১, সিপিসি-১ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ধোপাতিতা এলাকায় অভিযান পরিচালনা করে ভোলা জেলার শশিভূষণ থানার চাঞ্চল্যকর স্বর্ণ চুরি মামলার ০১ (এক) জন পলাতক আসামী গ্রেফতার।
এএসপি মোঃ জামাল উদ্দিন, ক্যাম্প কমান্ডার সিপিএসসি ভোলা, র্যাব-৮, বরিশাল এবং র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম এবং অতিঃ পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ দ্বয়ের নেতৃত্বে
সঙ্গীয় অফিসার ফোর্সসহ নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ধোপাতিতা এলাকায় সহদেব মন্ডলের বাসা
এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে শশিভুষন থানার (চাঞ্চল্যকর ২২ভরি স্বর্ণ চুরি মুল্য ২২,০০,০০০/- টাকা) মামলা নং-০৪, তারিখ ২৩/০৩/২৪ ইং ধারা- ৩৮১/১০৯ পিসি এর এজাহার নামীয় ২ নং আাসামী ঝুমুর রানী মন্ডল (৩২),
স্বামী সাগর দাস, সাং কুতুবপুর ৬ নং ওয়ার্ড, পশ্চিম পাড়া, থানা ফতুল্লা, জেলা নারায়নগঞ্জ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে সে তাহার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত