র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র্যাব-০১, সিপিসি-২,কোম্পানী কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার তুরাগ থানাধীন এলাকা হতে চাঞ্চল্যকর বরিশাল জেলার উজিরপুর থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ০১ জন প্রধান আসামী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী মোঃ শহিদুল মোল্লা (৩৯), পিতা- তাহের মোল্লা, সাং-শোনক, থানা-উজিরপুর, জেলা-বরিশালের বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত একটি গ্রেফতারি ওয়ারেন্ট জারি আছে। যার বরিশাল জেলার উজিরপুর থানার জি আর নং-২০০/১৬ তারিখ- ০৫ সেপ্টেম্বর ২০১৬, ধারা- ১৯-a ১৮৭৮ সালের অস্ত্র আইন । বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় উক্ত আইন ও ধারা অনুযায়ী আসামীকে উক্ত আইন ও ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারা দন্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন।র্যাব-৮, সদর কোম্পানি বরিশাল এবং র্যাব-০১, সিপিসি ২,ঢাকা কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার তুরাগ থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানাতে অস্ত্র, মাদক, ডাকাতির ০৭ টি মামলা রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে বরিশাল জেলার উজিরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।