অপহরণ ও দলবদ্ধ হয়ে ধ*র্ষণ মামলায় “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত” আসামী মোঃ আলমাস উদ্দিন নয়ন’কে দীর্ঘ ০৫ বছর পর ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষ*ক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
ভূক্তভোগী ভিকটিম ফেনী জেলার ফেনী মডেল থানাধীন পূর্ব সিলোনিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। কলেজে আসা-যাওয়ার পথে বখাটে মোঃ আলমাস উদ্দিন নয়ন ভিকটিমকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। পরর্তীতে বিষয়টি ভিকটিম তার পরিবারকে অবগত করিলে ভিকটিমের পরিবার বখাটে আসলাম উদ্দিন নয়ন এর পরিবার’কে জানালে সে ক্ষিপ্ত হয়ে ভিকটিম’কে অপহরণ করে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করে। গত ০৯ মার্চ ২০১৯ইং তারিখে ভিকটিম কলেজ থেকে বাড়ী ফেরার পথে ফেনী জেলার ফেনী পৌরসভার বাঁশপাড়া এলাকা থেকে পূর্ব পরিকল্পিতভাবে মোঃ আলমাস উদ্দিন নয়ন ও তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত নিয়ে যায়।
উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় মোঃ আলমাস উদ্দিন @ নয়ন এর উল্লেখসহ ০৪/০৫ জন’কে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২০, তারিখ-১৩ মার্চ ২০১৯ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৭/৩০ ধারা।
মামলা রুজুর পর ফেনী মডেল থানা পুলিশ গত ১৫ মার্চ ২০১৯ইং ঢাকা মহানগর হতে ভিকটিমকে উদ্ধার এবং ০২ জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ আলমাস উদ্দিন @ নয়ন তিন মাস জেল হাজতে থাকার পর উচ্চ আদালত হতে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত পুলিশের প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে গত ১৩ মার্চ ২০২৪ইং তারিখ আসামি মোঃ আলমাস উদ্দিন @ নয়ন’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত অপহরণ ও গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, বর্ণিত অপহরণ ও গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আলমাস উদ্দিন @ নয়ন আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনামে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফতেহপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৩ এপ্রিল ২০২৪ ইং তারিখ আনুমানিক ১১৫০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আলমাস উদ্দিন নয়ন (২১), পিতা-সামছুল হক মোঃ মিয়া, গ্রাম-পূর্ব সিলোনিয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ৫০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।