বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষ*ক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
আমার মাইয়াকে খুঁজে দেন, আমার একমাত্র মাইয়া” বাবা-মা’ র আকুতি।। মানবিক র্যাব, নিখোঁজের পরের দিনই মেয়েকে উদ্ধার করে পরিবারের হাসি ফোঁটালো ।
গত ইং ০১/০৪/২০২৪ তারিখ সময় অনুমান ১০৩০ ঘটিকায় বাসা থেকে বের হয়ে আর ফেরত আসে নাই। মেয়েকে হারিয়ে দিশেহারা পরিবার থানায় জিডি করে র্যাব-৮ এর দারস্থ হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের আভিযানিক দল ভিকটিম মোসাঃ জান্নাতুল ফেরদৌস (১৫), পিতা-মোঃ আব্দুল লতিফ আকন, সাং-মাঝগ্রাম ফেরীঘাট, ইউনিয়ন/ওয়ার্ড-০৯ নং ওয়ার্ড, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালীকে পটুয়াখালী জেলার সদর থানাধীন কাকড়াবুনিয়া মেইন রোড এলাকা হতে উদ্ধার করে। উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় পরিবারের উপস্থিতিতে জিডিমূলে হস্তান্তর করা হয়।