লক্ষ্মীপুর জেলার রায়পুরে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী শাহাজাহান মিয়া বেপারী খোকন দীর্ঘ ২৪ বছর ছদ্মবেশে পলাতক থাকার পর র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ও র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর এর যৌথ অভিযানে শরীয়তপুর হতে গ্রেফতার হয়েছে ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামী শাহাজাহান মিয়া বেপারী খোকন (৫৮), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন দিঘলদি সাকিনস্থ রহিম আলী বেপারী এর ছেলে। গত ০৫/১২/২০০০ইং তারিখ আসামী শাহাজাহান মিয়া বেপারী@খোকন (৫৮) যৌতুক দাবীর জেরে তার স্ত্রী ভিকটিম আমেনা আক্তার ডলির সাথে বাগবিতন্ডার এক পর্যায়ে পাথরের টুকরা দ্বারা ভিকটিমের মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণে ভিকটিম ঘটনাস্থলে মারা যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০৪ তারিখ- ০৫/১২/২০০০ইং, ধারা- শিশু ও নারী নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(ক)। উক্ত হত্যা মামলায় বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আসামী শাহাজাহান মিয়া বেপারী@খোকন (৫৮) কে গত ২২/০৩/২০১৬ইং তারিখ রায়ে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। সে বর্ণিত হত্যা মামলায় জামিন পাওয়ার পর হতেই আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে ছিল। এপ্রেক্ষিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানীর আভিযানিক দল মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী শাহাজাহান মিয়া বেপারী@খোকন (৫৮) কে গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র্যাব-১১, সিপিসি-৩ ও র্যাব-৮, সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল ২৯/০৩/২০২৪ ইং তারিখ শরিয়তপুর জেলার সখীপুর থানাধীন সরদারকান্দি সাকিনস্থ পরিষদ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী শাহাজাহান মিয়া বেপারী খোকন (৫৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত