কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি এজেন্ট ব্যাংকের গ্রিল ও ভোল্টের তালা নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে।
এতে ব্যাংকের ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়াও সিসিটিভি ফুটেজের ডিভাইস চুরি করে নিয়ে গেছে চোর চক্রটি। ব্যাংকটির ইনচার্জ মোঃ শামসুল আলম নবদেশ২৪-কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখি জানালার গ্রিল কাটে ভল্টের তালা ভাঙে চুরি হয়েছে। ব্যাংকের ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা ছিল। সেটা চুরি হয়েছে। সিসিটিভির ভিডিও ফুটেজও নেই, এসব ডিভাইস চোর চক্রটি চুরি করে নিয়ে গেছে।
এছাড়াও আলমারির অন্যান্য আসবাবপত্র এলোমেলো হয়ে রয়েছে। রাতের কোনো এক সময় ব্যাংকে চুরির এ ঘটনা ঘটেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম নবদেশ২৪-কে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। যতদ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত